নিকলীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রামে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের তিন এসআই আহত হয়েছে।

নিকলী থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম ছিদ্দিকী জানান, সোমবার ভোর রাতে নিকলী থানার পাঁচজন পুলিশ উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রামে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেফতার করে।

এসময় প্রায় ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে আসামি রুবেলকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে এসআই মাকসুদুল হক মাথায় গুরুতর জখম হয়। তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই শহিদুল্লা ও এসআই শফিকুলকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নিকলী থানায় পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।