জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বসতঘরের ধর্নাতে ঝুলছিল গৃহবধূর নিথর দেহ। গৃহবধূটি তার স্বামীর তৃতীয় স্ত্রী। চার মাস আগে তার বিয়ে হয়েছিল। আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেলে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।

গৃহবধূটির নাম ফারজানা আক্তার (২০)। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল মিয়ার তৃতীয় স্ত্রী। শাকিল আগের দুই স্ত্রীকে তালাকের পর ফারজানাকে বিয়ে করেন।

এসব তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান এ বিষয়ে জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শাকিল মিয়ার নিজ বসতঘরের ধর্নার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফারজানা আক্তারের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশকে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।