জামালপুরে এক সপ্তাহে করোনায় আক্রান্ত ৩৮ জন

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ঊর্ধমুখী। আজকের (৭ এপ্রিল) নতুন ১২ জনসহ এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৮ জনে দাঁড়াল।

জেলা সিভিল সার্জন কার্যালয় হতে বুধবার (৭ এপ্রিল) সরবরাহকৃত তথ্যে এই চিত্র পাওয়া যায়। পরিসংখ্যানে দেখা যায়, ২ এপ্রিল ৫৯টি নমুনা পরীক্ষায় ৬ জন, ৩ এপ্রিল ৭৩টি নমুনা পরীক্ষার বিপরীতে ৫ জন, ৪ এপ্রিল ৩১টি নমুনায় ৪ জন, ৫ এপ্রিল ৩৭টি নমুনায় ৬ জন, ৬ এপ্রিল ৭৩টি নমুনায় ৮ জন ও ৭ এপ্রিল ৬২টি নমুনা পরীক্ষায় ১২ জন করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত হন।

বুধবার (৭ এপ্রিল) জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরো ৩ জন। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে রয়েছেন জামালপুর সদরে ৭ জন, সরিষাবাড়ীতে ২ জন ও মেলান্দহে ৩ জন।

সিভিল সার্জন প্রণয়কান্তি দাস জানান, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৮৮ জন। এর মধ্যে জামালপুর সদরে হোম আইসোলেশনে থেকে সর্বশেষ ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ১৮১০ জন। মারা গেছেন ২৪ জন। এছাড়া এ পর্যন্ত ১৯ হাজার ৩১৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলকে সরকারি বিধি মেনে নিজ উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নির্দিষ্ট বুথে নমুনা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন।