অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের স্মরনখোলার হোন্দাঘাটা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে মো. সোলেমান খান (৪২), একই উপজেলার পশ্চিমখাদা গ্রামের মো. বাহাদুর খানের ছেলে মো. সবুর খান (২৩), পূর্ব খুন্তাকাটা গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে সালমা বেগম (৩০), যশোরের ঝিকরগাছার আমিনী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. ইমন হোসেন (১৯), একই জেলার বাঘারপাড়ার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুরের সালতা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মো. আব্দুস সামাদ শেখের মেয়ে রোমা শেখ (২৪), একই গ্রামের মো. পান্নু শেখের মেয়ে অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার চরযাদবপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ছোটঘাটপাড়া গ্রামের মৃত বিলাত আলীর মেয়ে সোহাগী (৩০)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৮ বিজিবির আওতাধীন বেনীপুর বিওপির চুয়াডাংগার জীবননগর উপজেলার আটপিকা স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। সবাই বিনা পাসপোর্টে চোরাই পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের হয়েছে।