বাগেরহাটে ৪ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি ; বাগেরহাটে ৪ কেজি গাজাসহ মো. আব্দুল কুদ্দুস শেখ নামে (৩৮) এক মাদক ব্যবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর ব্রিজের উপর থেকে আটক করা হয়।

আটককৃত কুদ্দুস শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মো. সরোয়ার শেখের ছেলে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এস আই গাজী ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজী গাঁজাসহ মো. আব্দুল কুদ্দুস শেখ নামের এক মাদক ব্যবসায়িকে ফতেপুর ব্রিজের উপর থেকে আটক করা হয়েছে।

এসময়ে তার কাছ থেকে পৃথক ভাবে পলিথিনে মোড়ানো ২ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ি কুদ্দুস শেখকে মাদক আইনে মামল দিয়ে আদালতে পাঠানো হয়েছে।