যেভাবে কালো টাকা সাদা করা যাবে

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ১০ শতাংশ কর দিয়ে ২০২৪ সাল পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগ করে কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগ অব্যাহত থাকছে। এ ছাড়া ১০ শতাংশ কর দিয়ে আগামী ১ জুলাই থেকে ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত কালো টাকায় নতুন শিল্পকারখানা করা যাবে।
কালো টাকা সাদা করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছাড়া অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১ সালের অর্থবিল পাসের সময় কিছু ধারা সংশোধন করা হয়ছে। অর্থবিলের মাধ্যমে আয়কর অধ্যাদেশে একাধিক ধারা সংযুক্ত করে এই ব্যবস্থা করা হয়েছে। তাতে কর ও জরিমানা দিয়ে নগদ টাকা, সঞ্চয়পত্র ও ব্যাংকে রাখা টাকার পাশাপাশি শেয়ারবাজার, ফ্ল্যাট-জমিতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করার সুযোগ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

ব্যাংকে রাখা টাকা, এফডিআর, সঞ্চয়পত্র থাকে, যা কালো টাকায় কেনা হয়েছে; তাহলে এসব খাতে রাখা কালো টাকাও সাদা করা যাবে। ২৫ শতাংশ কর ও করের ওপর ৫ শতাংশ জরিমানা, অর্থাৎ সব মিলিয়ে ২৬ দশমিক ২৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। কালো টাকা শেয়ারবাজারে নিতে হলে একইভাবে ২৬ দশমিক ২৫ শতাংশ কর দিতে হবে। এই শেয়ার এক বছরের মধ্যে বিক্রি করলে ১০ শতাংশ হারে জরিমানা দিতে হবে।