ঈশ্বরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ সদস্যের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে ভার্চুয়ালি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

উপজেলার ১০ টি প্রতিষ্ঠানসহ ১ শ ৮জন উপকারভোগীর মাঝে ৩ লক্ষ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমীন রিপন, মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, জাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রাকিবা খাতুন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আতিকুর রহমান সুজন প্রমুখ।