হালুয়াঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা জাহেরা খাতুনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
হালুয়াঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা জাহেরা খাতুনের দাফন সম্পন্ন

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়ায় রাষ্টীয় মর্যাদায় বীরাঙ্গনা জাহেরা খাতুনের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার(১৬ জুন) সকালে সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামে জানাজার নামাজের পর তাঁর দাফন সম্পন্ন হয়।
মঙ্গলবার বিকালে খন্দকপাড়া গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ওই গ্রামের মৃত. আবেদ আলীর স্ত্রী। বীরাঙ্গনা জাহেরা খাতুন ১৯৪৫ সালে জন্মগ্রহন করেন। তার পিতার নাম হোসেন আলী, মায়ের নাম উমরজান বিবি। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দৈনিক সময় সংবাদ

হালুয়াঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা জাহেরা খাতুনের দাফন সম্পন্ন


বুধবার (১৬জুন) সকাল ১০টায় মরহুমের জানাযার নামাজে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবীরুর ইসলাম বেগ, সাবেক কমান্ডার আমানউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার সর্বস্তরের জনগণ। জানাজার নামাজের পূর্বে বীরঙ্গনাকে হালুয়াঘাট থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।