হিলিতে ৭ দিনের লকডাউন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হাকিমপুর (হিলি বন্দর) উপজেলায় আগামী সাতদিনের জন্য (কঠোর বিধিনিষেধ) লকডাউনের সিদ্ধান্ত দিয়েছে উপজেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সোমবার বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলমের সভাপতিত্বে বৈঠকে অনুষ্ঠিত সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের মধ্যে বন্দরের আমদানি-রফতানি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিষরে চলবে। এছাড়া কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বিধিনিষেধের মধ্যে রয়েছে, মাস্ক ছাড়া চলাচল করলে জরিমানা করা হবে, বিকেল ৪টার পর জরুরি সেবা ব্যতিত কোন দোকানপাট ও প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, বিকেল ৪টার পর অযথা চলাফেরা করা যাবে না, মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় করা যাবে না, করোনায় আক্রান্তের বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করা হবে, করোনায় আক্রান্ত কেউ বাড়ির বাইরে বের হলে জরিমানা করা হবে এবং গ্রামে গ্রামে গিয়ে মেডিকেল টিম দিয়ে করোনা পরীক্ষা করবে। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, পানামা হিলি পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল আজিজ, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: হিলিতে সংবাদকর্মীদের পিপিই প্রদান হিলিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন হিলিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত হিলিতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ হিলিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হিলিতে ভারত-বাংলাদেশের কাস্টমসের মিষ্টি ও ফুলের শুভেচ্ছা বিনিময় আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী বিরামপুরে আবাসিক হোটেলে আটক যুবকের কারাদণ্ড, যুবতীর অর্থদণ্ড SHARES Matched Content দেশের খবর বিষয়: ৭ দিনের লকডাউনহিলিতে