হালুয়াঘাটে পুকুর থেকে ৫০ হাজার টাকার মাছ চুরির অভিযোগ

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২১

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে পূর্ব বিরোধের জেরে ধরে পুকুর থেকে ৫০ হাজার টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকনপাড়া গ্রামের মৃত: কেরামত আলীর পুত্র ইসকান্দার আলী হালুয়াঘাট থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে প্রকাশ, নালিতাবাড়ী থানাধীন বরুয়াজানি গ্রামের ভুক্তভোগীর ভগ্নিপতি আতাহার আলীর ক্রয় করা আকনপাড়া গ্রামের ইসকান্দার আলীর বাড়ীর আনুমানিক ১৫০ গজ পশ্চিম পাশের্^ ২০ শতাংশ জমির ১টি পুকুরে বিভিন্ন জাতের মাছের চাষ করেন। উক্ত পুকুর নিয়া একই গ্রামের মৃত: ছোরহাব উদ্দিন এর পুত্র এমরান গং পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দা, লাঠি সোটা ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতাবদ্ধে উল্লেখিত পুকুরে অনধিকার প্রবেশ করিয়া পুকুরে বড় বেড় জাল ফেলিয়া রুই, কাতল, মৃগেল মাছ সহ অন্যান্য জাতের আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার মাছ চুরি করে নিয়া যায়। এ বিষয়ে এমরান গং এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। জমিজমা নিয়ে উভয় পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।