টঙ্গীর কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুন ৬, ২০২১ টঙ্গীর কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার অস্ত্র উদ্ধার নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী ও ঢাকার উত্তরা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংযের ১২সদস্যকে গ্রেপ্তার র্যাব-১ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল ও কিছু দেশীয় অস্ত্র, নগদ টাকা ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো ডি কোম্পানী ওরফে ডেয়ারিং কোম্পানী’ কিশোর গ্যাং গ্রুপের পৃষ্ঠপোষক গাজীপুরের মোঃ রাজিব চৌধুরী বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি (৩৫), চাঁদপুরের মোঃ মইন আহমেদ নীরব ওরফে ডন নীরব (২৪), একই জেলার মোঃ তানভীর হোসেন ওরফে ব্যাটারি তানভীর (২৪), ময়মনসিংহের মোঃ পারভেজ ওরফে ছোট পারভেজ (১৯), বরিশালের মোঃ তুহিন ওরফে তারকাটা তুহিন (২১), খুলনার মোঃ রাজিব আহমেদ নীরব ওরফে টম নীরব (৩০), গাজীপুরের মোঃ সাইফুল ইসলাম শাওন (২৩), বি.বাড়িয়ার মোঃ রবিউল হাসান (২০), গাজীপুরের মোঃ শাকিল ওরফে বাঘা শাকিল (২৮), মোঃ ইয়াছিন আরাফাত ওরফে বিস্কুট ইয়াছিন (১৮), ও মোঃ মাহফুজুর রহমান ফাহিম (২২) এবং ময়মনসিংহের ইয়াছিন মিয়া ওরফে প্রিন্স ইয়াছিন (১৯)। র্যাব-১-এর অধিনায়ক মো. আব্দুল মোত্তাকিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, গত ১জুন রাত সাড়ে ৯টার দিকে কিশোর গ্যাং ডি কোম্পানীর কয়েকজন সদস্য গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকার ভূঁইয়া পাড়া জামে মসজিদের সামনে জনৈক মোঃ তুহিন আহম্মেদ এবং তুষার আহম্মেদ’কে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত এবং গুরুতর জখম করে। এ ব্যাপারে ভিকটিম মোঃ তুহিন আহম্মেদ বাদী হয়ে পনদিন টঙ্গী পূর্ব থানায় একটি মামলার দায়ের করেন। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে তারা বাদীর বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাংচুর করে ভীতির সৃষ্টি করে। গত ৩ জুন রাতে ওই গ্রুপের কয়েকজন সদস্য গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকাস্থ একটি দর্জি দোকান ভাংচুর এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করার ফলে জনৈক আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৪) ও সুজন মিয়া (২৪) এবং সুজনের স্ত্রী রুপালী (২১) গুরুতর আহত হন। কিশোর গ্যাংয়ের এই নৃশংস হামলার বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলে তাদের আইনের আওতায় আনতে র্যাব-১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং শনিবার রাতে টঙ্গী ও ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ওই ১২জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ৬হাজার ১৩০টাকা জব্দ করা হয়। পরে একই রাতে টঙ্গির বাপ্পীর আস্তানায় অভিযান চালিয়ে ২ টি বিদেশী পিস্তল, ২ টি চাপাতি, ২ টি রামদা, ৩ টি লোহার রড এবং ১ টি ছুরি উদ্ধার, করা হয়। গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানান, তারা ডি কোম্পানী ওরফে ডেয়ারিং কোম্পানী’ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত এবং টঙ্গীর হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার দুইজনকে ৫জুন গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। Share this:FacebookX Related posts: সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: ১২ সদস্য গ্রেপ্তারঅস্ত্র উদ্ধারকিশোর গ্যাংয়েরটঙ্গীর