জয়পুরহাটে আরও ৪ জনের করোনা সনাক্ত

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ৭, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য জানান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে।

সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলায় সন্দেহজনক ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা ও বগুড়ায় পাঠানো হয়ে থাকে পরীক্ষার জন্য। বৃহস্পতিবার সকালে ১৮০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে সেখানে ১৭৬ জনের নেগেটিভ ও ৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

করোনা সনাক্ত ৪ জনের মধ্যে রয়েছেন কালাই উপজেলার দু’জন, সদর ও আক্কেলপুর উপজেলায় একজন করে। আক্রান্তদের আক্কেলপুরের গোপিনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

গত ১৬ এপ্রিল জয়পুরহাটে প্রথম করোনা ভাইরাস সনাক্তের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় লকডাউন ঘোষণা করা হয়।