ঝিনাইদহে একই পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুরে একই পরিবারে পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার প্রথম তাদের পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হন। পরে আরও দু’জন করোনায় আক্রান্ত হন। সর্বশেষ শুক্রবার (২৮ মে) পরিবারের আরও দুই সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা হলেন, ভারতীয় সীমান্তের কাজিরবেড় ইউনিয়নের বাউলি গ্রামের মাঠপাড়াই গ্রামের শাহাবুল আলম (৬৫), তার স্ত্রী শাহিদা খাতুন ৫৯), মেয়ে বুলবুলি খাতুন (২৭), শাহবুলের ভাই আনিচুজ্জামান ও তার স্ত্রী সাইফুন্নেছা। হাসপাতালে চিকিৎসাধীন আনিচুজ্জামান বলেন, গত ১৯ মে আমার বড় ভাই শাহাবুল আলম অসুস্থবোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তার স্ত্রী ও মেয়ে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি আরও বলেন, দুইদিন আগে আমি ও আমার স্ত্রী অসুস্থ হলে হাসপাতালে গিয়ে নমুনা দেই। শুক্রবার সকালে আমাদেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। এখন চিকিৎসকের পরামর্শে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ ইউনিটে ভর্তি রয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আকবার নেওয়াজ বলেন, একই পরিবারের পাঁচজন করোনা ইউনিটে ভর্তি রয়েছে। গত ১৯ মে কয়েক দফায় তারা হাসপাতালের এসে নমুনা দেন। পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। Share this:FacebookX Related posts: ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক ঝিনাইদহে বিজিবি কর্তৃক প্রায় দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ঝিনাইদহে ৬০ হাজার করোনার ভ্যাকসিন ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ছাত্র নিহত ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে শিক্ষার্থী ৫ নড়াইলে আটক ৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা যশোরের বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় একই পরিবারের ৪জনকে হত্যার ঘটনায় নিহতের ছোট ভাইকে গ্রেপ্তার দৈনিক নওয়াপাড়া’র সম্পাদকের মৃত্যুতে কেইউজে’র শোক ওভারটেক করতে গিয়ে বাস পানিতে, নিহত ২ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিলন মেলা ও চড়ইভাতি অনুষ্ঠিত সাতক্ষীরার কলারোয়ায় মাঠের মধ্যে কৃষককে পিটিয়ে হত্যা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ৫ সদস্য করোনা আক্রান্তএকই পরিবারেরঝিনাইদহে