ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় ও জানা যায়নি। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী একটি পিকআপের সাথে ফাল্গুনী পরিবহনের খুলনা গামী অপর একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপ এর ভিতরে থাকা চালকসহ তিন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হলেও বাসের চালক পলাতক রয়েছে। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করে ঘাতক বাসের চালক কে আটকের চেষ্টা অব্যাহত আছে। Share this:FacebookX Related posts: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ধামরাইয়ে গাছচাপায় নিহত ৫ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু ধামরাইয়ে স্বর্ণের বারসহ চোরাকারবারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ধামরাইয়ে নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ধামরাইয়ে ১১ ইট ভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, প্রতিবাদে ট্রাকে আগুন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৩ জনের মৃত্যুধামরাইয়েসড়ক দুর্ঘটনায়