মানিকগঞ্জের অসহায় মানুষ ও কৃষকদের পাশে ৯ পদাতিক ডিভিশন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের হরিরামপুরের শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ এবং গরীব প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন।

রোববার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় মেজর মোঃ ফেরদৌস হোসেন ভূঁইয়ার নেতৃত্বে দুঃস্থ গরিব অসহায় এবং খেটে খাওয়া মানুষদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

সাভার সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মো: ওয়াদুদ উল্লাহ চৌধুরী পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের বিভিন্ন দুর্যোগের মত এবারও সেনাবাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে আছে। সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষকে সাধ্যমত ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছে । করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত মানিকগঞ্জবাসীর পাশে থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো: তুহিনুর রহমান, লেফটেনেন্ট ইশফাক আহমেদ সকিব, উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন প্রমুখ। উপকারভোগীদেরকে চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।