টিকা নিলেন মানিকগঞ্জের ডিসি-এসপি-সিভিল সার্জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ অনলাইন ডেস্ক : মানিকগঞ্জে করোনা ভ্যাকসিনের টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর মানিকগঞ্জের ৯টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। বেলা পৌনে ১১টার দিকে নার্সিং কলেজ কেন্দ্রে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশি সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ টিকা গ্রহণ করেন। করোনার টিকা নেয়ার জন্য ইতিমধ্যে ১ হাজার ৮৬০ জন নিবন্ধিত হয়েছেন। করোনার টিকা নেয়ার পর পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ভ্যাকসিন গ্রহণের ১৫ মিনিটের মধ্যে আমার কোন খারাপ লাগেনি। সুস্থ থাকতে হলে এ ভ্যাকসিন নেওয়া উচিৎ। জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, যে সকল বিজ্ঞানীরা এ সকল ভ্যাকসিন আবিষ্কার করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। করোনা প্রতিরোধে সকলকে এ ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানাই। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে ৮টি, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৮টি, পুলিশ হাসপাতালে একটি ও উপজেলাগুলোতে ৩টি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া দুটি টিম সিভিল সার্জন কার্যালয়ে রির্জাভ থাকবে। প্রতিটি টিমে দু’জন করে টিকাদান কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। ইতিমধ্যে টিকাদান কর্মীদের দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পাওয়া গেছে। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৮২৭ জন অ্যাপসের মাধ্যমে করোনা ভাইরাসের ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭৯৮ জন, সিংগাইরে ৭২ জন, শিবালয়ে ৭৩ জন, সাটুরিয়ায় ৫৮৮ জন, হরিরামপুরে ১২৮ জন, ঘিওরে ৯০ জন, দৌলতপুরে ৭৮ জন নিবন্ধন করেছেন। তিনি বলেন, নিবন্ধনকারীরা স্ব স্ব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। Share this:FacebookX Related posts: মানিকগঞ্জের বড়ইচড়া গ্রাম লকডাউন মুক্ত মানিকগঞ্জের অসহায় মানুষ ও কৃষকদের পাশে ৯ পদাতিক ডিভিশন আজ রাত থেকে মানিকগঞ্জের ৭ এলাকা লকডাউন মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে যুবকের মৃত্যু পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ দুই পুলিশ কনস্টেবলকে চড়, যুব মহিলা লীগ নেত্রী আটক নিখোঁজের ৩ মাস পর মাটির নিচ থেকে কাঠ মিস্ত্রীর লাশ উদ্ধার আজ সারাদেশেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা করোনা আক্রান্ত নাগরপুরের এসিল্যান্ড ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: টিকা নিলেনডিসি-এসপি-সিভিল সার্জনমানিকগঞ্জের