নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৭ জেলেকে আটক

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোসাগরে মাছ শিকার করায় ৩৭ জেলেকে আটক করেছে বরগুনার পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড।রোববার ভোর ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার বিষখালি ও বলেশ্বর বারানি খাল থেকে তাদেরকে আটক করা হয়।

বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ট্রলার ও জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ২০ মে থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা নদীতে অভিযান চালাই। ট্রলারগুলো পাথরঘাটা পৌর শহরের বারানি খালে প্রবেশ করার সময় ভোর ৫টার দিকে তাদেরকে আটক করি।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেনান, কোষ্টগার্ডের অভিযানে আটক ট্রলার, মাছ ও জেলেদের আমাদের কাছে হস্তান্তরের পর মৎস্য আইন অনুযায়ী সকাল ১০টার সময় পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ ঘাটে মাছগুলো প্রকাশ্যে নিলামে ৩৯ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এবং মাছ বিক্রির সমপরিমাণ টাকা ট্রলার মালিককে জরিমানা করে ট্রলার ও জেলেদের ছেড়ে দেয়া হয়।