সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ অনলাইন ডেস্ক ; সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের কারে অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সন্ধ্যায় দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় রাজধানীর গাবতলী থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে নাটোর জেলার উদ্দেশ্য ছেড়ে আসে জ্যোতি পরিবহনের বাসটি। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০-২৫ জন যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নিকটস্থ গণস্বাস্থ্য কেন্দ্র হাসাপাতালে প্রেরণ করা হয়। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকী জানান, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের কেউই গুরুতর আহত নন। ইতোমধ্যে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: সাভারে জঙ্গি আস্তানা থেকে নারী আটক, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার সাভারে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত সাভারে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খাদ্য বিতরণ সাভারে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরও ৪২ জনের করোনা সনাক্ত সাভারে করোনার ভূয়া প্রত্যায়নপত্র, দুই প্রতারক আটক সাভারে চিকিৎসকের মরদেহ উদ্ধার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার সাভারে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত ১৫ সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ সাভারে মেয়রপুত্রের কাছে সাংবাদিক লাঞ্ছিত সাভারে কাউন্সিলরের দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আহত ২৫যাত্রীবাহী বাস খাদে পড়েসাভারে