আশুলিয়ায় চুরি যাওয়া শিশু জামালপুরে উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ অনলাইন ডেস্ক : আশুলিয়া থেকে চুরি যাওয়া চার মাসের এক শিশুকে জামালপুরের সরিষাবাড়ী এলাকার থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে নাসিমাকে (৪২) আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু। এর আগে সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ জানায়, গত ৩১ আগস্ট আশুলিয়ার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে শিশু মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যায় নাসিমা। এঘটনায় ভুক্তভোগী বাবা-মা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে গভীররাতে জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার এবং শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া নাসিমাকে আটক করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। পরে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় গ্রেফতার নাসিমার বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় শ্রমিককে গণধর্ষণ, আটক ১ সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ,আটক -৪ চিতলমারীতে পাগলী মায়ের সন্তান প্রসব, বাবার খোজ মেলেনি টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যা ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ যৌতুকের দাবিতে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ দেহ ব্যবসায় রাজি না হওয়ায় সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ আশুলিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আশুলিয়ায়চুরি যাওয়া শিশুজামালপুরে উদ্ধার