ঘাটাইলে সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

অনলাইন ডেস্ক : জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান- এই শ্লোগান নিয়ে ঘাটাইলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন-ঘাটাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: মাকছুদুল আলম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান, শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে জাতীর জনকের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের নেতৃতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক প্রতিবাদি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।