ফরিদপুরে প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১ ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় মোসা. জান্নাতী (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রাম থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। জান্নাতী বিষ্ণুদী গ্রামের মৃত বাচ্চু শেখের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। জান্নাতীর দাদি রুকি বেগম অভিযোগ করে বলেন, জান্নাতীর বাবা ৬ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাবার মৃত্যুর পর অভাবের তাড়নায় জান্নাতীর মা জোসনা বেগম জান্নাতীকে আমার কাছে রেখে ঢাকায় চলে যায়। সেখানে সে একটি গার্মেন্টসে চাকরি করে। এরপর থেকে আমি জান্নাতীর লালন-পালন করে আসছি। ভিক্ষা করে আমি তার লেখাপড়ার খরচ চালাতাম। তিনি আরো বলেন, জান্নাতী মাদ্রাসায় পড়ালেখা করত। মাদ্রাসায় যাওয়া-আসার সময় প্রতিবেশী মানি শেখের ছেলে বাসার শেখ (৩৫) তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। অভিযুক্ত বাসার বিবাহিত। তার দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রেমের বিষয়টি বাসার স্ত্রী-সন্তানরা জানার পর তারা বিভিন্নভাবে জান্নাতীকে ভয়ভীতি দেখায় ও এলাকার সবাইকে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জান্নাতী ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, খবর পেয়ে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। Share this:FacebookX Related posts: ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু ফরিদপুরে অগ্নিকান্ডে তিন পাটের গুদাম পুড়ে ছাই ফরিদপুরে বীজআলু উৎপাদন মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন ফরিদপুরে বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলার অভিযোগ ফরিদপুরে বিএনপিনেত্রীর সংবাদ সম্মেলন ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে গ্রামপুলিশ সদস্যদের সাইকেল বিতরণ ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু ফরিদপুরে সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের অভিযোগ ফরিদপুরে দুই মাথাওয়ালা অদ্ভুত শিশুর জন্ম, ৩ ঘণ্টা পর মৃত্যু ফরিদপুরে মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায়ফরিদপুরেমাদ্রাসাছাত্রীর আত্মহত্যা