ফরিদপুরে মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং পেছনে বসে থাকা এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।

বুধবার ( ২৮ ই এপ্রিল ) বিকেল ৬ টার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম কাফুরাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঐ ব্যক্তি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মাদ আলী জিন্নাহ (৪০)।

জানা গেছে, রাজবাড়ীর একটি চানাচুর ফ্যাক্টারির মিনি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে আগুন ধরে পুড়ে যায়। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায় এবং মোটরসাইকেলে আগুন লেগে পুড়ে যায়। এছাড়া মোটর সাইকেলের পেছনে থাকা অপর ব্যক্তিকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে তার অবস্থা অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।