রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বিরামপুর উপজেলার মৌপুকুর গ্রামে রেল লাইনের পাশ থেকে থানা পুলিশ সোমবার দুপুরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মৌপুকুর গ্রামে রেল লাইনের অনতি দূরে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়।

থানা পুলিশ রেল পুলিশে সংবাদ দিলেও পার্বতীপুর জিআরপি থানার ওসি মামুনুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেল লাইন থেকে ১০ ফুট দূরে হওয়ায় লাশ গ্রহণ না করায় বিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। প্রায় ৩৫ বয়সী লাশের পরনে লাল পাড়ের লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জি ছিল।

স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে যুবকটি আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছে।

ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।