মা-বাবাকে মারপিটের আভিযোগে ছেলে গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ীতে সম্পত্তির দাবীতে মা-বাবাকে মারপিটের অভিযোগে রশিদ বাবু (৩২) নামে এক ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই ঘটনায় ওই ছেলের স্ত্রী আঞ্জুমান বেগম পলাতক রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপজেলার বারাইপাড়া গ্রাম থেকে মো: রশিদ বাবু (৩২) নামে ওই ছেলেকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। পুলিশের হাতে আটক রশিদ বাবু (৩২) উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বারাইপাড়া গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে। পুলিশ ও মামলা সুত্রে জানাগেছে, রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান বেগমসহ দির্ঘদিন ধরে তার বাবা মো: শহিদুল ইসলাম ও মা মোছা: রেজিয়া বেগমকে সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দেবার বিষয়ে বিভিন্ন সময় দাবী তোলেন। কিন্তু তার বাবা-মা অন্য এক ছেলে ও দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে রশিদ বাবু ও তার স্ত্রীর নামে সম্পত্তি লিখে না দেওয়ায়, তারা বিভিন্ন সময় তার বাবা-মা’কে ভয়ভিতিসহ হুমকি প্রদান করেন। এরই জের ধরে গত ৭ই মার্চ রোববার দুপুরে আবারো রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান তার বাবা ও মা’কে সম্পত্তি লিখে দেওয়ার কথা বললে, তারা প্রস্তাবে রাজী না হওয়ায় রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান,তাদের মা-বাবা’কে অকথ্য ভাষায় গালীগালাজ করেন এবং মারপিট করে জখম করে বাড়ী থেকে বের করে দেয়। এরপর বাবা শহিদুল ইসলাম ও গর্ভধারিনী মা রেজিয়া বেগম(৬০) তাদের মেয়ের বাড়ীতে আশ্রয় নেন। এ ঘটনায় গত ৩১শে মার্চ মঙ্গলবার রশিদ বাবু’র মা রেজিয়া বেগম বাদী হয়ে রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমানকে আসামী করে দিনাজপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশ মোতাবেক ফুলবাড়ী থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে যার মামলা নং (১)। ওই রাতেই অভিযান চালালে, ছেলে রশিদ বাবু কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন এবং তার স্ত্রী আঞ্জুমান বেগম পালিয়ে যান। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মো: ফখরুল ইসলাম বলেন, ঘটনা অবগত হবাবর সাথে সাথে আদালতের নির্দেশ মোতাবেক মামলাটি নথি ভুক্ত করা হয়েছে, এবং দ্রুত আসামী রশিদ বাবু’কে আটক করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার স্ত্রী আঞ্জুমান কে গ্রেফতারের ততপরতা চলছে। Share this:FacebookX Related posts: রংপুরে কন্যা শিশুকে পানিতে চুবিয়ে হত্যা পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা রেলমন্ত্রীর নিজস্ব অর্থায়নে মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ বিরামপুরে ১৮০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশী দেশে ফিরলো গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন পঞ্চগড়ে হোটেল শ্রমিকদের বিক্ষোভ কুড়িগ্রামে আবারো বন্যা পরিস্থিতির অবনতি পঞ্চগড়ে প্রায় দু’শতাধিক শিশুর মাঝে ত্রাণ বিতরণ বাড়িতে থেকেই নতুন বই পেল ২৫০ প্রতিবন্ধী শিশু সূর্যমুখী ফুলের হাসিতে হাসছে পঞ্চগড় SHARES Matched Content দেশের খবর বিষয়: ছেলে গ্রেফতারমা-বাবাকে মারপিটের আভিযোগে