হালুয়াঘাটে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে মোটর সাইকেল ও ট্্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) দুপুরে পৌর শহরের রঘুনাথপুর ব্র্যাক অফিসের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। এ ঘটনায় উপজেলার আতুয়াজঙ্গল গ্রামের মোঃ সালাম মেম্বারের পুত্র অনিক(২৫) নিহত হয়। এ সময় মোটর সাইকেলে থাকা আরো এক আরোহী একই গ্রামের সিরাজুলের পুত্র শফিকুল ইসলাম(২০) গুরুতর আহত হয়। জানা যায়,নিহত অনিক ও শফিকুল আতুয়াজঙ্গল থেকে হালুয়াঘাটে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা মোটর সাইকেল চালক অনিককে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। এ খবরের সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এ প্রতিবেদককে বলেন, মোটর সাইকেল ও ট্্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় অত্র থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, চালক আটক হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঈশ্বরগঞ্জে আটোতে উঠতে বাধা দেয়ায় প্রতিপক্ষের আঘাতে নিহত ১ হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে ব্যক্তি উদ্যেগে ৭০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে অসহায় মানুষের পাশে আহমদ ফাউন্ডেশন হালুয়াঘাটে পুকুরের পানিতে ভাঁসমান অনার্স পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্বার হালুয়াঘাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হালুয়াঘাটে সার্ভার জটিলতায় স্থবির জন্মনিবন্ধন কার্যক্রম হালুয়াঘাটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই অবৈধ ভাবে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার SHARES Matched Content দেশের খবর বিষয়: নিহত ১মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষেহালুয়াঘাটে