গৌরীপুরে করোনা ভাইরাসে করণীয় শীর্ষক প্রচারপত্র বিতরণ ও সমাবেশ

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে ‘করোনা ভাইরাসে করণীয়থ শীর্ষক প্রচারপত্র বিতরণ ও সমাবেশ গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্যোক্তা গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির প্রত্যেকটি বিদ্যালয়ে প্রচারপত্র বিতরণ ও করণীয় শীর্ষক আলোচনা বক্তব্য রাখেন।

করণীয় শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রণজিৎ কুমার রায়, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মনিরুল ইসলাম, প্রভাষক ইয়াছির আরাফাত সাইমন, মুস্তাফিজুর রহমান,মো, ফয়জুর রহমান, রাকিবুর হাসান, কামরুল হাসান, মো. কামাল হোসেন,স্বেচ্ছাসেবক আজিবুল হাসান, শামীম খান, আকাশউর রহমান,নাহিদ পারভেজ উৎপল,সোহাগ হাসান, জাহিদ মিয়া, নুরুল আমিন বাবলু, আবুবক্কর সিদ্দিক,মোঃ দুলাল মিয়া, পাভেল আহমেদ বাপ্পী প্রমুখ।

সপ্তাহব্যাপী কর্মসূচীর প্রথম দিনে ১১টি প্রতিষ্ঠানে সমাবেশ ও করোনা ভাইরাসে করণীয় শীর্ষক প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।