হল না ছাড়ার শর্তে আন্দোলন স্থগিত জাবি শিক্ষার্থীদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১ সময় সংবাদ ডেস্কঃবিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে আবাসিক হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুই দফা চেষ্টা করেও তাঁদের হলছাড়া করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন। তবে হল না ছাড়ার শর্তে শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আন্দোলন আগামীকাল বুধবার পর্যন্ত স্থগিত করার কথা জানানো হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হলেই থাকবেন বলে জানিয়েছেন তাঁরা। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নোশিন মোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘কয়েক দিনের আন্দোলনে আমাদের দাবি ছিল, শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তার বিচার ও নিরাপত্তার জন্য হলে থাকতে দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে, মামলার প্রক্রিয়ায় সময় লাগবে বলে প্রশাসন আমাদের কাছে সময় চেয়েছে, সে জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে।’ তবে নিরাপত্তার স্বার্থে এখনই হল ছাড়বেন না বলে তিনি জানান। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সেই সময় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও বন্ধ হয়ে যায়। আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা চলে যান। তবে ক্যাম্পাসের আশপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে যেসব শিক্ষার্থী থাকতেন, তাঁদের অনেকেই সেসব বাসায় অবস্থান করে আসছিলেন। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর পরিস্থিতি পাল্টে যায়। শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে আবাসিক হলের তালা ভেঙে সেখানে অবস্থান করতে শুরু করেন। Share this:FacebookX Related posts: শিক্ষার্থীদের নোট ও গাইড বই কিনতে বাধ্য না করার আহ্বান শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের অটোপাসের খবর ‘গুজব’ : শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বই দেওয়া হবে : শিক্ষামন্ত্রী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিলন মেলা ও চড়ইভাতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফি শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ মধ্যরাতে ববি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১১ নির্দেশ উপেক্ষা করে তালা ভেঙে হলে ঢুকেছে জাবি শিক্ষার্থীরা হল খোলার দাবিতে ক্যাম্পাসে রাত্রি যাপন ববি শিক্ষার্থীদের চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ ফের পেছালো এসএসসির ফল প্রকাশের সময় দু-একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি SHARES Matched Content শিক্ষা বিষয়: জাবিশিক্ষার্থীদেরস্থগিতহল না ছাড়ার শর্তে আন্দোলন