আশুগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ॥ পিকআপ জব্দ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

সময় সংবাদ ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ রোমান মিয়া-(২৫) ও মোঃ জাহাঙ্গীর আলম সুমন-(২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি গাঁজাবাহী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গত সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রোমান মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগের মাসুক মিয়ার ছেলে এবং জাহাঙ্গীর আলম সুমন একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তি বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল সোমবার রাত ১০টার দিকে আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি পিকআপ ভ্যানকে আটক করে। পরে পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ২২ কেজি ৭শত গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায় গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।