দু-একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

নিউজ ডেস্ক :করোনাভাইরাসের কারণে ১৪ নভেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা হবে নাকি ছুটি আরও বাড়বে- সেই সিদ্ধান্ত আগামী দু-একদিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

১৪ নভেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের।’

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেখেন উনারা (শিক্ষা মন্ত্রণালয়) কাল-পরশুই জানাবেন।’

করোনা সংক্রমণের বিষয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (ভ্রাম্যমাণ আদালত পরিচালনা) নেয়া হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও এগ্রি করছেন, গুড এপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কম্ফোর্টেবল জোনের মধ্যে আছি।’

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আপনারা একটু বেশি করে প্রচার করবেন, যাতে সবাই গুরুত্ব (মাস্ক পরায়) দেয়।’

কোভিড-১৯ মহামারির মধ্যে এবার সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার।