এইচএসসি পরীক্ষার ফি শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ যে ফি আদায় করা হয়েছিল, করোনার কারণে পরীক্ষা বাতিল হওয়ায় সেই ফি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এই ফি’র টাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরত দেবে শিক্ষা বোর্ডগুলো। আর শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের এই টাকা ফেরত দেবে। রোববার ঢাকা শিক্ষা বোর্ড থেকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমির উল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি আদায় করা টাকার অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির ১৫৮তম সভায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যেসব পরীক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিলেন তাদের প্রতি পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি থেকে পত্র প্রতি ৩০ টাকা করে এবং ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি আরও ১০ টাকা শিক্ষা বোর্ড থেকে ফেরত দেওয়া হবে। এছাড়া পরীক্ষার্থী প্রতি ২০০ টাকা করে এবং আইসিটিবিষয়ক পরীক্ষার্থীদের অতিরিক্ত আরও ২৫ টাকা ফেরত দেওয়া হবে বলেও আদেশে বলা হয়। এতে বলা হয়, আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি অতিরিক্ত ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। কেন্দ্র ফি বাবদ ব্যয় না হওয়া টাকা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফেরত নেবে পরীক্ষার্থীরা। আদেশে আরও বলা হয়, ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের ১০ শতাংশ এবং আইসিটি ব্যবহারিক বিষয়ের জন্য আদায় করা ফি থেকে পরীক্ষার্থী প্রতি ২০ টাকা ফরম পূরণ ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যয় নির্বাহ করবে। এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থী প্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা হারে দেবে। এই অর্থ পরীক্ষার গোপনীয় কাগজ পরিবহন ও বোর্ডে জমাদান, সংরক্ষণ ও প্রশাসনিক ব্যয় নির্বাহ হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে। Share this:FacebookX Related posts: এইচএসসি শুরুর তারিখ পেতে আরও দেরি কবে শুরু হবে এইচএসসি পরীক্ষা, জানা যাবে দুপুরে শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী কাল পরীক্ষায় বসছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন ওবায়দুল কাদের প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি ‘ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলার পরিকল্পনা’ SHARES Matched Content জাতীয় বিষয়: এইচএসসিপরীক্ষার ফিফেরত দেওয়ার নির্দেশশিক্ষার্থীদের