শ্রীলঙ্কা বাংলাদেশকে ইংল্যান্ডের মতো সুবিধা দেবে

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

স্পোর্টস ডেস্ক :অবশেষে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। করোনার প্রকোপ কিছুটা কমার পর গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে শেষ পর্যন্ত লঙ্কা সফর করেনি টাইগাররা। সেই সিরিজ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কা যাওয়ার কথাবার্তা প্রায় চূড়ান্ত। এবার শ্রীলঙ্কায় গেলে ইংল্যান্ডের মতো আতিথেয়তা পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। এমনটিই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

স্থগিত থাকা টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে শক্ত কোয়ারেন্টাইনের মারপ্যাঁচে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাফ জানিয়ে দেয়, কোয়ারেন্টাইন ইস্যুতে শিথিলতা না আনলে সেদেশে যাবে না তারা। পরে দুই বোর্ডের সমঝোতা হয়নি। লঙ্কা সফরও করেনি টাইগাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই দুই ম্যাচ আবার আলোর মুখ দেখতে চলেছে। লঙ্কান বোর্ডের সঙ্গে বিসিবির আলোচনা চূড়ান্ত। এপ্রিলেই শ্রীলঙ্কা যাবে অধিনায়ক মুমিনুল হকের দল। তবে প্রশ্ন উঠেছে, আগের মতোই কি কোয়ারেন্টাইন জটিলতায় পড়বে এবারের সফরও? লঙ্কান বোর্ড থেকে বিসিবিকে আশ্বস্ত করা হয়েছে, ইংল্যান্ডের মতোই আতিথেয়তা পাবে টাইগাররা।

এ প্রসঙ্গে শনিবার মিরপুরের বিসবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের জানা মতে শ্রীলঙ্কায় কোভিডের অবস্থা আগে থেকে উন্নতি করেছে। এর মধ্যে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদের বলা হয়েছে, ইংল্যান্ডকে যে ধরনের বিধি মেনে চলতে হয়েছে, আমাদেরও তাই করতে হবে।’

বাংলাদেশের ক্ষেত্রে শক্ত থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বেশ নমনীয়তা দেখিয়েছিল শ্রীলঙ্কা। গত জানুয়ারিতে ইংলিশরা শ্রীলঙ্কা গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন না করে সেই প্রক্রিয়া দেশেই সেরে গিয়েছিল।

এপ্রিলে এই সিরিজ খেলতে কবে দেশ ছাড়বে বাংলাদেশ দল? নিজামউদ্দিন বলেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।’