যথারীতি সবার আগে অনুশীলনে মুশফিক

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ দলের ক্রিকেটারদের খুব কাছ থেকে যারা চেনেন, সবার সম্পর্কে খোঁজখবর রাখেন- তাদের সবার খুব ভালোভাবেই জানা যে ক্রিকেটারদের মধ্যে অনুশীলনে সবচেয়ে সিরিয়াস মুশফিকুর রহিম।

সবার চেয়ে বেশি সময় অনুশীলন করা আর সবার আগে ব্যক্তিগত অনুশীলন শুরু করায় মুশফিকের জুরি মেলা ভার। কোন সমীক্ষা চালানোর প্রয়োজন নেই। এমনিই বলে দেয়া যায়, মুশফিকুর রহিমের চেয়ে বেশি সময় ধরে অনুশীলনের রেকর্ড নেই আর কারও।

দলীয় অনুশীলন শুরুর আগে শুরু হয়ে যায় মিস্টার ডিপেন্ডেবলের ব্যক্তিগত অনুশীলন। সবাই যখন প্র্যাকটিস শেষ করে ঘরে ফেরার প্রস্তুতি নিতে থাকেন, তখনও ব্যাট হাতে চলে মুশফিকের একান্ত অনুশীলন। কোন সিরিজ বা সফরের প্রস্তুতি শুরুর আগেও মুশফিককে একাই দেখা যায় ব্যাট ও উইকেট কিপিং গ্লাভস হাতে অনুশীলনে।

এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরুর আগেও যথারীতি সবার আগে ব্যক্তিগত অনুশীলনে এসে হাজির মুশফিক। আজ (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরে বাংলার ইনডোরে ব্যাট হাতে দেখা মিলল মুশফিকের। বেশ খানিকক্ষণ ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’

উল্লেখ্য, রান তোলার সবার ওপরে জায়গা করে না নিতে পারলেও লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির রাব্বির পর ১০ খেলায় ২৮৭ রান করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিক ছিলেন পাঁচ নম্বরে।