প্রথমবারের মতো বর্ষসেরার তিনে নেই মেসি-রোনলদো

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

স্পোর্টস ডেস্ক :উয়েফার বর্ষসেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নাম নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০১০ সালের পর প্রথমবারের মতো মেসি-রোনালদো বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হননি।

২০১৯/২০ মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন, কেভিন ডি ব্রুইন, রবার্ট লেভানডফস্কি ও ম্যানুয়েল নয়্যার।

দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন লেভানডফস্কি আর নয়্যার দুজনেই। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। লেভানডফস্কি এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে করেছেন ৪৭ ম্যাচে ৫৫ গোল, নয়্যার চ্যাম্পিয়নস লিগে রেখেছেন ছয়টি ক্লিন শিট। ডি ব্রুইনও কাটিয়েছেন দারুণ একটা মৌসুম, সিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে না পারলেও হয়েছেন পিএফএ বর্ষসেরা ফুটবলার।

এই তিনজনের পর ৫৩ ভোট নিয়ে যৌথভাবে চারে মেসি ও নেইমার। এরপর মুলার (৪১), এমবাপ্পে (৩৯), থিয়াগো আলকানতারা (২৭), জশুয়া কিমিখের (২৬) পর ২৫ ভোট নিয়ে দশম রোনালদো।

ইউরোপে খেলা ৮০টি ক্লাবের কোচ ও ৫৫ জন সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয় এই পুরস্কার। সেরা ফুটবলারের পাশাপাশি সেরা কোচের শীর্ষ তিনে আছেন বায়ার্নের শিরোপাজয়ী হান্স ফ্লিক, লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ ও লাইপজিগের য়্যুলিয়ান নাগেলসমান। সেরা গোলকিপারের শীর্ষ তিনে আছেন কেইলর নাভাস, ম্যানুয়েল নয়্যার ও ইয়ান অবলাক। ডিফেন্ডারদের সেরা তিনে ডেভিড আলাবা, আলফনসো ডেভিস ও কিমিখ তিন জনই বায়ার্নের। সেরা তিন মিডফিল্ডারের মধ্যে ডি ব্রুইন ছাড়া আছেন মুলার ও থিয়াগো। আর এমবাপ্পে, লেভানডফস্কি ও নেইমার আছেন সেরা তিন ফরোয়ার্ডে।

ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন চলতি মৌসুমে ইউরোপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন। ইংলিশ লিগে ২০ অ্যাসিস্ট ও ১৩টি গোল করেছেন তিনি।

রবার্ট লেভানডফস্কি

রবার্ট লেভানডফস্কি বার্য়ান মিউনিখের হয়ে দুর্দান্ত এক মৌসুম পার করেছেন। পোল্যান্ডের এই স্ট্রাইকার ৫৫ গোল করেছেন ৪৭ ম্যাচ খেলে। বায়ার্নের হয়ে ট্রেবল জয়ী লেভানডফস্কি চ্যাম্পিয়নস লিগে ১৫টি গোল তুলেছেন।

ম্যানুয়েল নয়্যার

বার্য়ান মিউনিখের অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। চ্যাম্পিয়নস লিগে ছয়টি ক্লিন শিট রয়েছে তার নামের সঙ্গে।

সুইজারল্যান্ডের নিওনে আগামী ১ অক্টোবর ২০২০/২১ মৌসুমের চ্যাম্পিয়নস ট্রফির ড্র। সেদিনই ঘোষণা করা হবে সেরা খেলোয়াড়ের নাম। তুলে দেয়া হবে ট্রফি। বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা নারী ফুটবলার, কোচ, নারী কোচ, গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ডের নামও ঘোষণা করা হবে সেখানে।

২০১০ সালের পর তিন বার রোনালদো ও দুইবার করে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মেসি। আন্দ্রে ইনিয়েস্কা, ফ্রাঙ্ক রিবেরি ও লুকা মদ্রিচ জিতেছেন একবার করে। সব শেষ ২০১৮/১৯ মৌসুমে এই ট্রফি জিতেছিলেন ভার্জিল ফন ডাইক।