বোয়ালমারী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

এহসান রানা, ফরিদপুর ; ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া মেয়র পদে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বেলা ১১ টায় বোয়ালমারী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু মিয়ার সভাপতিত্বে এবং আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন চৌধুরীর পরিচালনায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু,বোয়ালমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.রেখা পারভীন, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান মৃধা রুকু, নবাগত কাউন্সিলর মাসুদা আক্তার রুমা, মোসা. হোসনে আরা হেনা,মেহেরাব বেগম মিরা,রুহুল আমিন মৃধা, বিপ্লব মিয়া, জমির আলী শেখ,আজিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিনহাজুর রহমান লিপন, সামাদ খান, মোমিন খানসহ পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী মেয়র মো.মোজাফফর হোসেন বাবলু উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ১৬ জানুয়ারী অনুষ্ঠিত বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুগান্তর পত্রিকার সাংবাদিক সেলিম রেজা লিপন ৯ হাজার ২৩৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।