শ্রীপুরে সন্তান ও নিজের নিরাপত্তা চান স্কুল শিক্ষিকা

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে নিজ ও তার সন্তানদের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা।বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংরা বাজারের নিজ গৃহে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তার দুই শিশু কন্যা তৌফা ও তৈাসী মায়ের পাশে উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষক ফারজানা ইয়াসমিন টেংরা গ্রামের নুরুল ইসলামের মেয়ে সে টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

তার অভিযোগ, ২০০৭ সালে একই উপজেলার ভাংনাহাটি গ্রামের রাশেদুল হাসানের সাথে তার বিয়ে হয়। পরে যৌতুকের দাবীতে তার উপর অত্যাচার করলে সে তার স্বামীকে গত বছর ডিভোর্স দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী তার বন্ধু হোসাইন আলী বাবুকে নিয়ে একাধিকবার তার উপর হামলা চালিয়েছেন। কয়েকবার তাকে ও তার মেয়েকে অপহরনেরও চেষ্টাও চালিয়েছে তারা। বিদ্যালয়ে প্রবেশ ও প্রস্থানের সময় তাকেও বিভিন্নভাবে উত্যোক্ত করে থাকে অভিযুক্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

তিনি আরো জানান, গত ১৭ আগষ্ট অভিযুক্তরা গাড়ীযোগে তাকে ও তার মেয়েকে অপহরন করার চেষ্টা চালায়। তাকে মারধর করে গাড়ীতে উঠানোর চেষ্টা চালালে স্থানীয়রা এগিয়ে আসায় তারা পিছু হটেন। এঘটনা থেকে প্রতিনিয়ত অভিযুক্তরা তাকে অব্যাহত হুমকী দিয়ে আসছে, এতে তার নিজের ও সন্তানদের নিরাপত্তা হুমকীতে পড়েছে।

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, এটি একটি পারিবারিক বিষয়। এছাড়াও অভিযোগের বিষয়ে তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়নি।