মাদক ও চাঁদাবাজ মুক্ত হবে ঢাকা-১৮ : হাবিব হাসান

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা-৬ নং সেক্টর সংলগ্ন এলাকায় বিডিআর বাজার ব্যবসায়ীদের সঙ্গে বিট পুলিশিং কার্যক্রম ও সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

হাবিব হাসান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই ঢাকা-১৮ আসনকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকে এক সাথে কাজ করে যেতে হবে।

এসময় বিট পুলিশিং এর সিসিটিভি কার্যক্রমকে যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের বিভিন্ন সঙ্কটময় সময়ে সাহসীকতার প্রমান রেখেছে। বিট পুলিশিংকে আরো কার্যকর করে জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে। পুলিশ হবে জনগণের পরম বন্ধু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ বলেন, মাদকসহ চুরি ছিনতাই ঠেকাতে পুলিশের সদিচ্ছার কোনো অভাব নেই। পুলিশ জনগণ বন্ধু হয়ে পাশাপাশি কাজ করলে অচিরেই অপরাধ অন্যায় রোধ করা সম্ভব হবে।

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানসহ অন্যান্যরা।