সরিষাবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে ঋণ করে বিদেশ যাওয়ার টাকা পরিশোধের জন্য চাপ দেওয়ায় গলা টিপে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. হারুন মিয়া উপজেলার করগ্রাম পশ্চিমপাড়া গ্রামের ওয়াদুদ মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় সে পলাতক ছিলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, দণ্ডপ্রাপ্ত হারুনের সাথে রঘুনাথপুর দিঘুলী গ্রামের খলিলুর রহমানের মেয়ে মাহমুদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর হারুন কাতার যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। মাহমুদা ও তার পিতা নানাজনের কাছ থেকে আড়াই লাখ টাকা ঋণ করে হারুনকে কাতার পাঠান। সেখানে চার বছর অতিবাহিত করে দেশে ফিরলে হারুনকে ঋণের টাকা পরিশোধের জন্য তার স্ত্রী চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১২ সালের ২৫ জুলাই সকালে হারুনের পরিবারের লোকজন মাহমুদাকে মারধর করলে এবং হারুন গলা টিপে ধরলে ঘটনাস্থলেই মাহমুদার মৃত্যু হয়। এরপর হারুন পালিয়ে যান। তিনি আরো জানান, এ ঘটনায় মাহমুদার বাবা বাদি হয়ে ওই দিনই মাহমুদার স্বামী, ননদ ও শ্বশুর-শাশুরিকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে পলাতক আসামি হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার বাকি আসামিদের বেকসুর খালাস দেন আদালত বলেও তিনি জানান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করায় ছয়জনকে অর্থদণ্ড কুষ্টিয়ায় শিশু অপহরণ মামলায় নারীর যাবজ্জীবন সরিষাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা তথ্য প্রতিমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি করায় মেয়রের বিরুদ্ধে আইসিটি মামলা সরিষাবাড়ীতে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড সরিষাবাড়ীতে আ.লীগে দু’গ্রুপে সংঘর্ষ, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: পুলিশসহ আহত অর্ধশত সরিষাবাড়ীতে খাদে পড়ে সিএনজি চালকের মৃত্যু সরিষাবাড়ীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা SHARES Matched Content আইন আদালত বিষয়: কারাদণ্ডযাবজ্জীবনসরিষাবাড়ীতেস্ত্রী হত্যার দায়েস্বামীর