খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলার রায় ৯ ফেব্রুয়ারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১ আতিয়ার রহমান,খুলনা ; শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন (৪৫) হত্যা মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক সমাপ্ত হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করেছেন জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ছায়েদুল হক শাহীন জানান, রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ৯ ফেব্রুয়ারী রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ২৫ জানুয়ারী ও ২ ফেব্রুয়ারী উভয়পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন। আসামী পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট শফিউল আলম সুজন ও অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরও অনেকে। তিনি আরও জানান, চার্জশীটভক্ত ১০ আসামীর মধ্যে রাজু মুন্সি পলাতক রয়েছে। ৩জন আসামী জেলহাজতে রয়েছে ও ৬জন আসামী জামিনে রয়েছে। মামলার আসামীরা হলেন, রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু, মো. তুহিন গাজী, মো. আজিজুল ইসলাম, মো. মাহফুজ হাওলাদার, রাসেল, শফিকুল ইসলাম সেন্টু, মো. শাওন শেখ, বাবু শেখ, আব্দুল্লাহ ও মো. সুলতান। মামলার বিবরণে জানা যায়, চিত্তরঞ্জন বাইন শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ছিলেন। তিনি খুলনা থানাধীন ৫৯ শেরেবাংলা রোডস্থ আমতলা মোড়ে স্বপরিবারে বসবাস করতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি সকাল ১১টায় চিত্তরঞ্জনের স্ত্রী লাকী গোলদার তার দুই মেয়েকে সাথে নিয়ে বটিয়াঘাটায় পিত্রালয়ে যান। প্রতিদিনের ন্যায় পিটিআই মোড়স্থ নিজ নামীয় (চিত্ত স্যারের ব্যাচ) শেষ করে তিনি রাত সাড়ে ১০টায় আমতলা মোড়স্থ বাসায় ফেরেন। ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টা থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১টার মধ্যে যেকোন সময়ে ডাকাতির উদ্যেশ্যে ওই বাসার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আসামীরা। এরপর তাকে হত্যা করে হাত পা মুখ বাধা অবস্থায় তার লাশটি খাটের উপর ফেলে রাখে। ওই সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল (যার মূল্য দুই লাখ টাকা) লুণ্ঠন করে নিয়ে যায় আসামীরা। এ ঘটনায় নিহতের ভাই সুবোল বাইন বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং- ১৩ । ২০১৭ সালের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল উদ্দিন ১০জনের বিরুদ্ধে আদালতে চাজশীট দাখিল করেন বলে জানান। Share this:FacebookX Related posts: খুলনায় মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার খুলনায় পুলিশ সদস্যকে মারপিট: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত খুলনায় পাঁচ লাখের অধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে খুলনায় চিকিৎসক ও পুলিশসহ নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল স্কুলছাত্র বাপ্পী হত্যায় একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনায় ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় আটক অর্ধশত, ৮ জনকে জরিমানা খুলনায় মুজিববর্ষে ঘর পাচ্ছেন সেই ‘মুক্তিযোদ্ধা’ অশোক দাস খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে SHARES Matched Content আইন আদালত বিষয়: ৯ ফেব্রুয়ারিখুলনায়চিত্তরঞ্জনপ্রভাষকবাইন হত্যামামলার রায়