আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১ অনলাইন ডেস্ক ; পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আল জাজিরার সম্প্রচার বন্ধের কোনো পরিকল্পনা নেই। কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। বুধবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যেভাবে উন্নতি করছে সেটা অনেকের হিংসার কারণ। আল জাজিরা বাংলাদেশের উন্নতি দেখতে পারে না। তারা সব মুসলিম দেশেরই প্রতিপক্ষ। তাদেরকে আরো দায়িত্বশীল ভুমিকা পালন করা উচিত। মন্ত্রী আরো বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে প্রতীয়মান হয় যে, তারা অন্য কারো লবিষ্ট হিসেবে কাজ করেছে। বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বডিগার্ড নিয়োগ করেননি। তার দলের লোকেরাই তার বডিগার্ড। আল জাজিরা ডাহা মিথ্যাচার করেছে। তাদের ক্ষমা চাওয়া উচিত। এসময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাবো। আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের উপর আস্থা রাখছি। তিনি বলেন, চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ। কারণ দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই আশংকা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে বাংলাদেশে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের গ্রহণ করবে না বাংলাদেশ। এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় গত সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ হিসেবে বর্ণনা করেছে সরকার। গত সোমবার রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে লন্ডন ও অন্যান্য জায়গায় সক্রিয় ‘উগ্রপন্থী ও তাদের সহযোগীদের উসকানিতে ‘বেপরোয়া ও নোংরা অপপ্রচার’ বলে উল্লেখ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ‘শিশুদের পরীক্ষাভীতি কাটাতে সফল সরকার’ সরকার নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না: আইনমন্ত্রী বিমানের অনিয়ম ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : মাহবুব আলী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দেয়া হবে- মন্ত্রিপরিষদ সচিব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে সরকার কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী ১০ টাকায় চাল দেবে সরকার সরকার করোনাভাইরাস জনিত যেকোন কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে : প্রধানমন্ত্রী প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার সরকার জনগণের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে মুজিববর্ষের মেয়াদ বাড়িয়েছে সরকার SHARES Matched Content জাতীয় বিষয়: আইনগত ব্যবস্থা নেবেআল জাজিরার বিরুদ্ধেসরকার