নেত্রকোনায় আ’লীগ প্রার্থীর প্রচারণা

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

সময় সংবাদ ডেস্কঃনেত্রকোনা ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচন সামনে রেখে আ’লীগের মেয়র প্রার্থী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে প্রচারণা করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে সঙ্গে ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম রসুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, আ’লীগ নেতা চন্দন সরকার, জ্ঞানেশ চন্দ্র সরকার প্রমুখ।

জেলা শহরের পারলা বাসটার্মিনাল সড়কে নৌকা প্রতীকে লিফলেট বিতরণকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান বলেন, নৌকা মহান মুক্তিযদ্ধের চেতনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি পুনরায় সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।