আল জাজিরার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় “অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান” শিরোনামে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

মঙ্গলবার বিকেলে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়, আল জাজিরার প্রতিবেদনটির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিবাদ লিপিতে আরো বলা হয়, প্রতিবেদন তৈরির সাথে যুক্ত প্রতিবেদক ও নেত্র নিউজের সম্পাদকসহ সবাই অসৎ উদ্দেশ্যে এই প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, অপরাধের রেকর্ড থাকা অসৎ উদ্দেশ্যের এসব ব্যাক্তিদের আল-জাজিরার মত চ্যানেল কেন সুযোগ দিয়েছে তা পরিষ্কার নয়। ভিডিওটি ভিন্ন ভিন্ন সামাজিক, ব্যক্তিগত, অফিসিয়াল প্রেক্ষাপটের ছবি একসাথে করে ছবি সম্পাদনা ও নেপথ্য কণ্ঠের কারসাজিতে সাজানো হয়েছে বলেও সেনা সদর দপ্তরের প্রতিবাদ লিপিতে জানানো হয়।

প্রতিবেদনে ইসরায়েল থেকে মোবাইলে নজরদারি প্রযুক্তি কেনার যে তথ্য দেয়া হয়েছে তা পুরোপুরি ভুল বলা হয়েছে এই বিবৃতিতে। এতে আরও বলা হয়, জাতিসংঘের একটি শান্তিরক্ষী মিশনের জন্য হাঙ্গেরি থেকে এ প্রযুক্তি কেনা হয়।

আল জাজিরার প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে মঙ্গলবার সকালে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।