সিলেটে এসেছে করোনার ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; সিলেটে এসে পৌঁছেছে করোনাভাইরাসের ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা। রোববার দুপুরে সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে বেক্সিমকো’র ফ্রিজার গাড়ি করে টিকা নিয়ে আসা হয়েছে।

এ টিকাগুলো সিভিল সার্জনের কার্যালয়ের ইপিআই ভবনে নিয়ে রাখা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে করোনার টিকাগুলো সংশ্লিষ্টস্থানে সংরক্ষিত রাখা হয়।

এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, মোট ১৯০টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের টিকা বুঝে পেয়েছি। প্রতি কার্টনে ১২০০ ভায়াল আছে। প্রতি ভায়ালে ১০টি ডোজ আছে। ভ্যাকসিনগুলো আমাদের ইপিআই কক্ষে সংরক্ষণ করা হচ্ছে। আপাতত সেখানে পুলিশ প্রহরা আছে।

তিনি আরও জানান, সিলেটে প্রথম দফায় আগামী ৭ ফেব্রুয়ারি করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। সিলেট করোনার ভ্যাকসিন ১৫৩ টি কেন্দ্রে বুথের মাধ্যমে প্রদান করা হবে যার মধ্যে সিলেট নগর এলাকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ ডা. শাসসুদ্দিন হাসপাতাল, বিনোদিনী নগর স্বাস্থ্য কেন্দ্রসহ ২৫ টি কেন্দ্র রয়েছে।

সিলেটে করোনা চিকিৎসার জন্য বরাদ্ধকৃত শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকা পাবেন বলে জানা গেছে। সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলো গত বছরের ৫ এপ্রিল। মঈন উদ্দিন নামে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হন। ওই বছরের ১৪ এপ্রিল প্রথম চিকিৎসক হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।

প্রথম রোগী শনাক্তের প্রায় ৯ মাস পর সিলেটে এসেছে করোনার টিকা। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৮ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৪৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭৫ জন।