চৌমুহনী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় মোবাইল প্রতিকে বেসরকারীভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্যাহ।

ঘোষিত ২০ কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্যাহ পেয়েছেন ১৩ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রাতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১০ হাজার ৯৩৫ ভোট। আর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৫৬২ ভোট।

শনিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম চৌমুহনী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্যাহকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে প্রশাসনের কঠোর নিরাপত্তায় চৌমুহনী পৌরসভায় সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।