হালুয়াঘাটে ১০০ গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
হালুয়াঘাটে ১০০ গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : মুজিব বর্ষে” আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার এই স্লোগানে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ময়নসিংহের হালুয়াঘাটে ১০০ গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সে দেশব্যপী জমি ও গৃহ প্রদান উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে হালুয়াঘাটে গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়।

উপজেলা প্রসাশনিক ভবন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েস,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,পৌর সভার মেয়র খায়রুল আলম ভূঞা,সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি কবিরুল ইসলাম বেগ,(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,থানা (ভারপ্রাপ্ত)কর্মকর্তা মাহমুদুল হাছান,ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গৃহহীন পরিবার।