সুজানগরে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সর্ব কালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পাবনার সুজানগরে রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সঞ্চালনায় প্রস্তুতি মুলক সভায় বক্তব্যদেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাদিউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার সেলিম মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাজাহান, আব্দুল জলিল বিশ্বাস, এস এম সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, ডেপুটি কমান্ডার আব্দুল হাই, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, সুলতান মাহমুদ, অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মনছুর আলী, সুপার মাহাতাব উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিলুন ইসলাম, হাবিবুর রহমান হাবিব, কামাল হোসেন, আমিন উদ্দিন।

উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।