রাষ্ট্রীয় মালিকানায় ২৫টি জুট মিল চালুর দাবি

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

অনলাইন ডেস্ক ; সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসহ ২৫টি পাটকল রাষ্ট্রীয় মালিকানায় পুনরায় চালুর দাবীতে জুট মিল শ্রমিক সমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে এই শ্রমিক সমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হয়।

মজুরী কমিশনের এরিয়াসহ শ্রমিক কর্মচারীদের সকল আইনানুগ ও ন্যায্য বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং অবিলম্বে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসহ ২৫টি পাটকল রাষ্ট্রীয় মালিকানায় পুনরায় চালুর দাবী জানিয়েছে শ্রমিক নেতারা।

সমন্বয় পরিষদের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের উপদেষ্টা বরকতুল্লাহ, সিপিবি নেতা ইসমাইল হোসেন, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার প্রমূখ।

অবিলম্বে দাবী বাস্তবায়ন না হলে বক্তারা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।