রাণীনগরে বসন্ত উৎসব উদযাপন

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : ঋতু রাজ “বসন্ত” কে বরণ করতে নওগাঁর রাণীনগরে “বসন্ত” উৎসব উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে রাণীনগর মহিলা কলেজে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ নাটিকা মঞ্চায়ন করা হয়। আয়োজনকরা জানান, পহেলা ফালগুন যেহেতু সরকারি ছুটির দিন শুক্রবার তাই একদিন আগেই উৎসবের আয়োজন করা হয়েছে।

রাণীনগর মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

এ ছাড়াও বসন্ত উৎসবে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত সহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়।