সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতার মাঝেও এতিমদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নওগাঁর সাপাহার উপজেলার শিশু সদন মাদ্রাসা গুলোতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় সাপাহার উপজেলা হল রুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপজেলার ১৩টি শিশু সদন মাদ্রাসায় ১০ হাজার করে মোট ১ লাখ ৩০ হাজার মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা সামাজ সেবা অফিসার কাজী মোহাম্মদ আবুল মনসুর প্রমুখ।

এই দূর্যোগকালীন সময় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ পেয়ে মাদ্রাসা কতৃপক্ষ গুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে, তার দীর্ঘায়ু কামনা করেন এবং দ্রুত যেন বাংলাদেশ থেকে করোনা ভাইরাস মুক্ত হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে সে দোয়া কামনা করেন।