গৌরীপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বড়ভাই চানফর আলী লোকজন নিয়ে ছোট ভাই আবুল কাসেম (৫০)কে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি উপজেলার সিধলা ইউনিয়নের পূর্বমনাটি গ্রামের মৃত হোসেন আলীর পুত্র।

নিহত আবুল কাসেমের স্ত্রী মমতা বেগম জানান, তাঁর ভাসুর চানফর আলীর সঙ্গে বড়বিলা বিল নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তার স্বামী আবুল কাসেম ওই বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো।

শুক্রবার এশার নামাজের পর চানফর আলী ও তার ছেলে-মেয়ে, স্বজনরা পরিকল্পিতভাবে একসঙ্গে তাঁর স্বামীর উপর হামলা চালায়। পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। কুপিয়ে শরীর ক্ষতিবিক্ষত করে ফেলে। গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর পরই তার স্বামী আবুল কাসেম মারা যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, ভাইয়ে ভাইয়ে পারিবারিক বিরোধের জের ধরে পিটিয়ে আবুল কাসেমকে হত্যা করা হয়েছে। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। নিহত আবুল কাসেমের বিরুদ্ধেও গৌরীপুর থানায় ২টি মামলা ছিল ।