বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আগ্রহী লন্ডন স্টক এক্সচেঞ্জ

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারের ক্রমবর্ধমান আগ্রতি মুগ্ধ হয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রোববার (১৭ জানুয়ারি) বিকালে বিএসইসি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাত বিষয়ে সংস্থার নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, আজ কমিশনের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সাক্ষাত করেছেন।

বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নেওয়ার বিষয়ে সাক্ষাতে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় শীঘ্রই লন্ডন স্টক এক্সচেঞ্জের একটি প্রতিনিধি দল বিএসইসির সঙ্গে মতবিনিময় করবে।